মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল বুধবার ছিল ভারতের বিরোধী দল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন। কিন্তু, করোনা মহামারীর প্রকোপ এবং কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে তিনি এই বছর তার জন্মদিন পালন করবেন না।
কংগ্রেসের শীর্ষ পর্যায় থেকে জানা গিয়েছে, সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। সোনিয়া গান্ধী তার বার্তায় বলেছেন, চরম ঠান্ডার মধ্যে পুলিসের রক্তচক্ষু উপেক্ষা করে কৃষকরা দিনের পর দিন রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে তার জন্মদিন যেন ঘটা করে পালন করা না হয়। কোনও উৎসব যেন না করা হয়। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এবং জেলার দায়িত্বপ্রাপ্ত দলীয় নেতাদের লেখা চিঠিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, কেক কাটা থেকে শুরু করে কোনও উৎসব যেন সোনিয়া গান্ধীর জন্মদিনে পালন করা না হয়। সূত্র : জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।