Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে সানরাইজ কিন্ডার গার্টেনের শিক্ষা সফর ও মিলন মেলা

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালের সানরাইজ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী গতকাল নগরীর কির্তনখোলা নদীর তীরের সিএসডি গোডাউন ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। কির্তনখোলা নদী তীরের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের প্রান্তরে বিপুল সংখ্যক শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দিনভরের এ অনুষ্ঠানটি এক মিলন মেলার রূপ নেয়।
শিশুরা নানা ধরনের খেলাধুলাসহ চিত্ত বিনোদনে মেতে থাকার পাশাপাশি কির্তনখোলা নদী এবং সেখানে চলমান যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানসমুহ দেখেও বিমোহিত হয়। এর আগে শিশুদের নদীর অপর পাড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যম্পাস ঘুরিয়ে দেখান বিদ্যালয় কতৃপক্ষ। বিকেলে সমাপনী পর্বে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালিকা ও বরিশাল মহানগর কলেজের শিক্ষিকা হোসেন জেসমিন পলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশালে সানরাইজ কিন্ডার গার্টেনের শিক্ষা সফর ও মিলন মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ