Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

১০৫টি অ্যাপ নিষিদ্ধ
পর্নোগ্রাফি, পতিতাবৃত্তি, জুয়া ও সহিংসতার সঙ্গে সম্পর্কিত কন্টেন্ট সরিয়ে ফেলার অংশ হিসেবে নিজেদের অ্যাপ স্টোর থেকে ১০৫টি অ্যাপ নিষিদ্ধ করেছে চীন। নিষিদ্ধ হওয়া অধিকাংশ অ্যাপই চীনের। তবে ওই তালিকায় যুক্তরাষ্ট্রের ট্রিপঅ্যাডভাইজারও রয়েছে। চীনের সাইবারস্পেস প্রশাসন জানিয়েছে, তাদের সাইবার আইনের তিনটির মধ্যে একটি আইন লঙ্ঘন করেছে সবগুলো অ্যাপই। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের আরেকটি আদালত চীনের জনপ্রিয় ভিডিওশেয়ারিং অ্যাপ টিকটকের পক্ষে রায় দেওয়ার পর অ্যাপগুলো নিষিদ্ধ করলো বেইজিং। বিবিসি।

চ্যালেঞ্জ প্রত্যাখ্যান
পেনসিলভ্যানিয়া রাজ্যে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে করা রিপাবলিকানদের মামলা মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই রাজ্যে মেইলে পাঠানো প্রায় ২৫ লাখ ভোটকে চ্যালেঞ্জ করে রিপাবলিকানরা মামলা করেছিলেন। ওই রাজ্যে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার এ পরাজয়কে পাল্টে দিতে বা বিজয়ী প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয়কে আটকে দেয়ার আর্জি জানানো হয়েছিল তাতে। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। এই মামলা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র ও যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান মাইক কেলি ও পেনসিলভ্যানিয়ার অন্যান্য রিপাবলিকানরা। রয়টার্স।

কাশ্মীরে নিহত ৩
ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার টিকেন এলাকায় ভারতীয় সেনাদের সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন স্বাধীনতাকামী নিহত হয়েছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, আরো একজন বেসামরিক লোক আহত হয়েছে। দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, গোপন স‚ত্রের খবর পেয়ে একটি এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালু করে কাশ্মীর পুলিশ। স‚ত্রের খবর, ভারতীয় যৌথ বাহিনী একটি বাড়িকে ঘিরে ফেললে এ ঘটনা ঘটে। জিকে ওয়েব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ