প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের উল্লেখযোগ্য নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র যৌথভাবে আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের মাসের বিজয় দিবসে মঞ্চে আনছে অনন্ত হিরার রচনা ও নির্দেশনায় নতুন নাটক ‘মেজর’। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর নাটকটির কারিগরী প্রদর্শনী হবে বেইলি রোডের মহিলা সমিতির নিলীমা ইব্রাহিম মিলনায়তনে। একই হলে ১৬ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী এবং ১৮ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। শ্যামাপ্রেম, লোকনায়ক, আওরঙ্গজেব, ঈর্ষা, কনডেম্ড সেল, মাইকেল মধুসূদন, তৃতীয় একজন, হাছনজানের রাজা এর মতো মঞ্চ সফল ও সাড়া জাগানো নাটক মঞ্চে উপহার দেয়া নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এবার মঞ্চে আনছেন তাঁরই রচনা ও নির্দেশনায় ‘মেজর’। নাটকটিতে অভিনয় করবছন অনন্ত হিরা, নূনা আফরোজ, আউয়াল রেজা, রওশন জান্নাত রুশনী, সুমন মল্লিক ও বাঁধন সরকার। নাটকটির আলোর পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিচালনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ এবং লোগো, পোস্টার, ব্রুশিয়ার ও টিকিট ডিজাইন করেছেন অরূপ বাউল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।