Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিষেক ওয়েব সিরিজে রাজনীতিকের ভূমিকায় রেশমি দেসাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে ভারতীয় টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেসাইয়ের। তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘তন্দুর’-এ তিনি একজন উঠতি রাজনীতিকের ভূমিকায় অভিনয় করবেন। এই ইনভেস্টিগেটিভ থ্রিলার ধারার সিরিজটিতে আরও অভিনয় করবেন তনুজ বিরোয়ানি। কাহিনীতে রেশমি রূপায়িত পলক তার দীর্ঘদিনের প্রেমিককে গোপনে বিয়ে করে এবং তা সংবাদ মাধ্যমে প্রকাশের ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তার স্বামী এতে বাধা দেয় এর ফলে সেতার কাছ থেকে দূরে সরে আরেক পুরুষের প্রেমে পড়ে। “সে আত্মবিশ্বাসী আধুনিক নারী যে তার জীবন আর স্বপ্নের জন্য অযোগ্য স্বামীকে ত্যাগ করে। কাহিনী বাস্তব ঘটনা অনুপ্রাণিত। এই কাহিনী পলকের আর আমি তার দুঃখ, বেদনা আর তার প্রতারিত হওয়াকে অনুভব করতে পেরেছি। আমি চাই দর্শকরা পলককে দেখুক আর তার দুর্দশাকে অনুভব করুক, রেশমি আরেকটি চরিত্র করছে তাকে নয়।” “পলক চরিত্রটি অনেক গভীর আর স্তরবিশিষ্ট,” রেশমি বলেন; তিনি হিন্দি ধারাবাহিক ‘উত্তরণ’-এ অভিনয় এবং গত বছরে ‘বিগ বস ১৩’তে অংশ নিয়েছেন। রেশমি জানান, এর মধ্যে সিরিজটির শুটিং শেষ হয়েছে। সিরিজটি উল্লু প্ল্যাটফর্মে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেশমি-দেসাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ