Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রূপকথায় অনেক আপত্তিকর বিষয় থাকে : আইলা ফিশার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

লিঙ্গভিত্তিক বৈষম্য আর মেয়েদের দুর্দশাগ্রস্ত দেখান হয় বলে রূপকথায় অনেক আপত্তিকর বিষয় থাকে বলে হলিউড অভিনেত্রী আইলা ফিশার মনে করেন। তিনি জানান তার সন্তানদের তিনি এসব গল্প নিজের মত পরিবর্তন করে শোনান। “আমি মনে করি অনেক রূপকথায় আপত্তিকর বিষয় থাকে,” নিজের সন্তানদের রূপকথার গল্প শোনাবার ব্যাপারে অভিনেত্রী বলেন। “ এসব গল্পে একই ধরণের পুরুষ চরিত্র থাকে যারা রাজপুত্র হয়ে মাতৃহীন, পরিত্যক্ত আর যাদের মায়ের ভূমিকায় একজন ডাইনি তাকে তাদের উদ্ধার করে,” তিন সন্তানে মা আইলা বলেন। তিনি আরও বলেন,” একজন মা হিসেবে আমি এই বাঁধাধরা চরিত্রগুলো সম্পর্কে সন্তানদের বলতে চাই না কারণ আমার আদর্শের সঙ্গে এটি মেলে না। তাই, আমি সবসময় নিজের মত করে সাজিয়ে পরিবর্তন করে ভাল জিনিসগুলো সন্তানদের কাছে তুলে ধরি। আমি মনে করি প্রতিটি আধুনিক মায়েরই তাই করা উচিত। এগুলো খুব প্রাচীন বলে আমাদের এর বিরুদ্ধে দাঁড়ান প্রয়োজন।” আইলার জন্য কাহিনীর সমাপ্তি যে প্রাসাদ আর রাজপুত্র দিয়ে শেষ হতে হবে তা নয়। তিনি মনে করেন প্রতিটি কমবয়সী মেয়ের তাই মেনে নেয়া দরকার। আসন্ন ফ্যান্টাসি পিল।ম ‘গডমাদার্ড’ নিয়ে আইলা এই মন্তব্য করেন। এই ফিল্মে আরও অভিনয় করেছেন সান্টিয়াগো কাব্রেরা, মেরি এলিজাবেথ এলিস, জেইন কার্টিন,জুন স্কুইব, জিলিয়ান শেয়া স্পেডার, আর্টেমিস পেবডানি এবং উৎকর্ষ আমবুদকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইলা-ফিশার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ