Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ জিতেও কোহলিদের দু:সংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৬:৫২ পিএম

টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়া কাছে হেরেছে ভারত। শুধু তাই নয়। স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হয়েছে তাদের। মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারীদের জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন ভারতকে জরিমানার রশিদ ধরিয়ে দিয়েছেন। অতিথি দলটি ম্যাচের এক ওভার বল করে ছিল নির্ধারিত সময়ের পরে। যে কারণেই শাস্তি পেতে হলো তাদের।

অধিনায়ক বিরাট কোহলি শাস্তিটা মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।

ম্যাচ শেষে মাঠের আম্পায়ার রড টাকার, জেরার্ড আবুড, টিভি আম্পায়ার পল উইলসন ও চতুর্থ আম্পায়ার স্যাম নোগাজস্কি অভিযোগ দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ