Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৬:৪০ পিএম

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ বুধবার তাকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেই শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বছর না ঘুরতেই আবারো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হলো তাকে।
শেষ কয়েক বছরে নিজেকে কিছুটা অন্তরালেই নিয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অসুস্থ বুদ্ধদেবকে সম্প্রতি তার বাড়িতে দেখতে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন তার বাড়িতে দেখা করতে। রাজ্যের সাবেক দাপুটে এ মুখ্যমন্ত্রী বর্তমানে প্রচারের অন্তরালেই থাকেন। মাসখানেক আগেই অসুস্থ বুদ্ধদেবের ছবি প্রকাশ্যে আসায় অনেকে দুঃখ প্রকাশ করেছিলেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ