Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিল্পকলা একাডেমিতে চারুকলা ফাউন্ডেশন ও বেসিক কোর্স

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে ৪ থেকে ৭ বছরের শিশুদের অংশগ্রহণে এক বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোস ও ৮ থেকে ১৬ বছরের শিশু-কিশোরদের অংশগ্রহণে তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স ২০১৬-২০১৭। কোর্সে প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে। গত ১৯ আগস্ট একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্স-এর উদ্বোধন করেন ‘শিল্পকলা পদক’ ও ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. শাওকাত ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস। বছরব্যাপী চারুকলা ফাউন্ডেশন কোর্স ও তিন বছরব্যাপী চারুকলা বেসিক কোর্সের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্সট্রাক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রতি মাসে একজন বরেণ্য চিত্রশিল্পী। ক্লাস প্রতি সপ্তাহের শুক্রবার বিকাল ৪টা থেকে ৫.৩০টা।



 

Show all comments
  • Robin khan ৩ এপ্রিল, ২০১৯, ১:২৮ পিএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পকলা একাডেমিতে চারুকলা ফাউন্ডেশন ও বেসিক কোর্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ