Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া জেলা প্রশাসকের বরাবর চিনিকল শ্রমিকদের কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৩:২৫ পিএম

বাংলাদেশ চিনিকল, আখচাষী ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষে কৃষক দরদী শ্রমিক সরকারের কাছে চিনি শিল্পের ১৫ টি চিনি কলকে চলমান রেখে পর্যায়ক্রমে একটি একটি করে আধুনিকায়ন করার লক্ষে গত কাল সকাল ১১ টার সময় কুষ্টিয়া ডিসিকোর্ট চত্বরে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সমিতি এবং রেনউইক যঙ্জেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন যৌথ কর্মসূচি ওস্বারক লিপি প্রদান করে। এসময় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেন। উক্ত কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে ৬ টি চিনিকল বন্ধ না করে, ১৭ ডিসেম্বর হতে প্রতিদিন প্রত্যেক মিল গেট এলাকায় শ্রমিক ও আখ চাষির সমন্বয়ে ২ ঘন্টা কর্মবিরতি ও কর্মচারীদের ৬/৭ মাসের বেতন ভাতা পরিশোধ করতে হবে।



 

Show all comments
  • মোঃ হারুণ অর রশিদ রাজু ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:১২ পিএম says : 0
    কুষ্টিয়ায় চিনিকলের আন্দোলন কর্মসুচি দাবি করছি।
    Total Reply(0) Reply
  • মোঃ হারুণ অর রশিদ রাজু ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:১৩ পিএম says : 0
    কুষ্টিয়ায় চিনিকলের আন্দোলন কর্মসুচি দাবি করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ