মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও তার অংশীদার জার্মানির জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ডিসেম্বরেই কানাডায় তাদের টিকার প্রথম চালান পাঠাবে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার এ কথা জানান। সিটিভিনিউজ এবং কানাডার সরকারি ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়। এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। এখন এ মাসেই ফাইজার দুই লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে। প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে বলে জানান জাস্টিন ট্রুডো। টিকার আরো লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ফাইজার ও বায়োএনটেককে সাত কোটি ৬০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়ে রেখেছে কানাডা। কানাডায় এ পর্যন্ত চার লাখ ২৩ হাজার ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১২ হাজার ৭৭৭ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানায়। সিটিভিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।