মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টালমাটাল দ. আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি কিছুদিন স্বাভাবিক থাকলেও গেলো নভেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার বাড়তে থাকে। করোনার দ্বিতীয় ধাক্কায় এখন টালমাটাল দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ লাখের বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে দেশটির সরকার। তবে সংক্রমণ ঠেকাতে ও অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাপোসা। পাশাপাশি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা আইন জারি থাকবে বলেও জানান তিনি। রয়টার্স।
মৌসুমি বন্যা
ইরানের দক্ষিণাঞ্চলে মৌসুমি বন্যায় সাতজন প্রাণ হারিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে মৌসুমি বন্যায় সাতজন প্রাণ হারিয়েছেন। ইরান রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশনের প্রধান মাহদি ভালিপউরের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, বুশাহর ও হরমজগানে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ভালিপউর জানান, ইজফাহান, ইয়াজদ, ফার্স ও তেহরান প্রদেশেও বন্যা দেখা দিয়েছে। তিনি আরও জানান, রেড ক্রিসেন্টের কর্মীরা গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করেছে। এএফপি।
পদত্যাগের ঘোষণা
রোমানিয়ার লিবারেল প্রধানমন্ত্রী লুদোভিক অরবান প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার পার্লামেন্ট নির্বাচনে তার পিএনএল দলের বিপর্যয় দেখা দেয়ার এক দিন পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। বিরোধী বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটসের কাছে পিএনএলের পরাজয়ের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে সোমবার অরবান বলেন, আমি আমার পদত্যাগপত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুথফেরত জরিপে মাত্র ৩২ শতাংশ ভোট পাওয়ার আভাস পাওয়ার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন রোমানিয়ার প্রধানমন্ত্রী। নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।