Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ টাকারজন্য দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজারে দোকানের বাকি পাওনা ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উভয়পক্ষের গুরুতর আহত চারজনকে বোয়ালমারী ও আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পাশের ডহরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নজরুল ইসলাম মুন্সি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, ওই দিন সকাল ৮টার দিকে রুপাপাত গ্রামের মুদি দোকান মালিক মোক্তার শেখ রুপাপাত বাজারে আসার পথে প্রতিবেশি শাহাদতের ছেলে মনিরের কাছে পাওনা ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির মোক্তার শেখকে (৭৫) ধাক্কা মেরে রাস্তার ওপর ফেলে দেয়। খবর পেয়ে মোক্তার শেখের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে রুপাপাত বাজারে উপস্থিত হলে শাহাদতের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ টাকারজন্য দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ