Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক হুমায়ুন কবিরের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। গত বুধবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবদিকের বড় ভাই আহত মনির হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের পরদিন প্রতিপক্ষরা বাদীর পরিবারকে মিথ্যা হয়রানি করতে জেলা পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ করে। সেই অভিযোগপত্রে সাংবাদিক হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে তার পরিবারের আরও ৫-৬ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগটি মিথ্যা, হয়রানিমূলক বলে সাংবাদিক হুমায়ুন কবির গত রোববার জেলা পুলিশ সুপারের নিকট আরও একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সোনারগাঁও বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত গনি ফকিরের ছেলে হযরত আলী ডাকাতের নেতৃত্বে গত ২ ডিসেম্বর সকালে ১২-১৩ জনের উচ্ছৃঙ্খল যুবকসহ আরও বেশ কয়েকজন আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ও পথরোধ করে হত্যার উদ্দেশ্যে আমার ভাই-ভাবী, ভাতিজাসহ পরিবারের ৫-৬ জনকে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে মারাত্মক আহত করে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। তবে থানায় অভিযোগে দায়েরের পর পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি। অপরদিকে বিশ্বস্তসূত্রে জানতে পেরেছি, মামলা দায়েরের পর ইতোমধ্যে ৬ আসামি জেলা আদালত থেকে অস্থায়ী জামিন নিয়েছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সকল সদস্য আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ