Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে ঈমান বড়’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ বলেছেন, দেশে এখন ইমান হরণের ষড়যন্ত্র চলছে। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে ইমান বড়। মুসলমান সবকিছুর চেয়ে আমাদের কাছে ইমান বড়। আমরা ইসলামী সংগঠন করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইমান ও মুসলমানিত্ব রক্ষার জন্য। এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হয় লড়বো, মরতে হয় মরবো তবু ইমান হরণের ষড়যন্ত্র মেনে নেবো না। এখানে ইমান ও মুসলমানিত্বই বড়। কারণ ইমান না থাকলে মুসলমান থাকবো না। জাহান্নামী হবো। কাজেই এমন ষড়যন্ত্র মেনে নিবো না। জেল, জুলুম ও মৃত্যুর জন্য প্রস্তুত আছি। মুসলমান, মুসলমানের মতই থাকতে চাই লড়তে চাই। 

ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে ইশা ছাত্র আন্দোলন এসব কথা বলেন। ভেলানগর আইএসসিএ মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল ইসলামী ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈমান-বড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ