বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোঁধা গুচ্ছগ্রামের ৩১টি পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে গুচ্ছগ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী।
মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও ইউপি সচিব বিপুল চন্দ্র নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ছাগলনাইয়া জোনাল অফিসের এজিএম (কম) মাহমুদুল হাসান, মহামায়া ইউপির ১নং ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক মজুমদার, ২নং ওয়ার্ডের সদস্য ফরিদ আহম্মদ, ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আয়েশা আক্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহজাহান স্বপন, ফেনী কলেজ ছাত্র সংসদের সদস্য মাহতাব উদ্দিন শাওন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নুর আহাম্মদ প্রমুখ।
জানা গেছে, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরীর তত্ত¡াবধানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিমের ব্যক্তিগত অর্থায়নে গুচ্ছগ্রামের অসহায় হত-দরিদ্র ৩১টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এছাড়াও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সার্বিক সহযোগিতায় উক্ত গুচ্ছগ্রামের ৩১টি পরিবারের মাঝে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।