রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাগঞ্জের শাহজাদপুরের চরকৈজুরী গ্রামে আরো ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে চিকিৎসকরা শনাক্ত করেছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ গতকাল ববার সকালে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন তারা মিয়া (৩০), লালচাদ (২০), জলি খাতুন (৪৬), মায়া খাতুন (৪০), ফরিদা খাতুন (৩০), মোজাফ্ফর হোসেন (৩০), হাসি খাতুন(২৭), হামিদা খাতুন (৬০) ও শাহীন (১০)। এ নিয়ে এ গ্রামে এখন পর্যন্ত ২২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া ঘেছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জনের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জানা গেছে, গত ৮ আগস্ট শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের দেলবার হোসেনের পুত্র নজরুল ইসলাম তার খামারের একটি ষাঁড় গরু অসুস্থ হয়ে পড়লে গরু জবাই করে বিক্রি করে দেয়। এর দুই সপ্তাহ পর থেকে ষাঁড়টির মাংস কাটা ও রান্নার কাজের সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে চুলকানি শুরু হয়। গত (১৮ আগস্ট) ৯ জনকে অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ৬ জনকে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরও গবাদি পশুর শরীরে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেয়ার পাশাপাশি শুরু করেছেন জনসচেতনতামূলক নানা কর্মসূচি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।