Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাক’ আর ‘হিচকি’ থেকে মানবিকতার অনেক কিছু শিখেছি : রানি মুখার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি জানিয়েছেন তিনি তার অভিনয়ে ‘ব্ল্যাক’ এবং ‘হিচকি’ থেকে মানবিকতার অনেক কিছু শিখেছেন। চলচ্চিত্র দুটিতে তিনি যথাক্রমে অটিস্টিক মিশেল ম্যাকনিলি এবং টুরেট সিনড্রোম আক্রান্ত নয়না মাথুরের ভূমিকায় অভিনয় করেছেন। “আমি ‘ব্ল্যাক’ আর ‘হিচকি’র মত অসাধারণ ও সংবেদনশীল ফিল্ম দুটি থেকে মানবিকতার অনেক কিছু শিখেছি। আমি মনে করি এই ফিল্ম দুটি আমাকে আরও ভালো মানুষে পরিণত করতে ভূমিকা রেখেছে। সঞ্জয় লিলা ভানসালি এবং সিদ্ধার্থ পি. মালহোত্রার সিনেমাটিক ভিশনের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আশা করি, সবাইকে সমানভাবে দেখার ব্যাপারে সামাজিকভাবে এই দুটি ফিল্ম ভূমিকা রেখেছে।” “বিরুদ্ধ পরিস্থিতিতে থেকেই জয়ী হবার ব্যাপারে মানুষের সংকল্পের কথা জেনেছি আমি এখান থেকে। এর প্রভাবের আমি শক্তিশালী মানুষে পরিণত হতে পেরেছি। আমি যে স্বাভাবিকভাবে কথা বলতে, দেখতে আর শুনতে পারি সেজন্য কৃতজ্ঞ, মানুষ হিসেবে আমরা মনে করি আমরা এসবের জন্য যোগ্য,” তিনি আর বলেন। ৪২ বছর বয়সী অভিনেত্রীটি জানান ‘ব্ল্যাক’ আর ‘হিচকি’ তার জন্য এক আবেগীয় যাত্রা যা তার চোখ খুলে দিয়েছে। “এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে নিজেদের কর্তব্য পালন করা উচিত। প্রত্যেকেরই অধিকার আছে আর আমি অনুভব করি ব্যক্তি পর্যায়ে আমাদের অনেক কিছু করারও আছে,” রানি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ