Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরে সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা মানুষের গুণাবলি জাগ্রত করে তোলে। সব অনাচার, কুসংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ-যুব, ছাত্রসমাজকে আগামীদিনে জাতির কা-ারীরূপে অবতীর্ণ হওয়ার দীক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। জাতিকে সঠিক পথে এগিয়ে নেয়ার ও দিকনির্দেশনা দেয়ার সব গুণাবলি অর্জনের জন্য জ্ঞানচর্চা ও অনুশীলনের বিকল্প নেই। কুমিল্লা জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী স্কুল, কলেজ, মাদরাসা ও দাতব্য সংস্থাসহ অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ মো: সামছুল হক এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। গত শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দরাবাদ হক শিক্ষা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সামছুল হককে সম্মাননা দেয়া হয়। অধ্যক্ষ মেজর মো: আসাদুজ্জামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুব আলম, প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, হোসাইন আহাম্মেদ, বেগম জাহানারা হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গোলাম কিবরীয়া, রোকেয়া সুলতানা হক রোজী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুরাদনগরে সংবর্ধনা অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ