বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মফস্বল সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কমিটি গঠনকল্পে এক সভা শুক্রবার (৪ ডিসেম্বর) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিজয় ধর এবং মান্নান মুন্নার যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। আলোচনায় বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও লেখক অজয় কুমার আচার্য্য, বামনী ডিগ্রী কলেজের প্রভাষক লেখক ও সাংবাদিক বিমল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ছোটন কান্তি নাথ, এবিএম নিজাম উদ্দিন, রিয়াদুর রহমান, শাহরিয়ার নাছের, সানোয়ার ইসলাম রনি, মাঈন উদ্দিন সবুজ, গোলাম সরোয়ার, বোরহান উদ্দিন মুফাস্সির, আনিছুর রহমান প্রমুখ। আলোচনায় সংবাদকর্মীগন মফস্বল সাংবাদিকদের মানবিক কল্যাণে উক্ত সংগঠন নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রামের মীরসরাই উপজেলার দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশকে সভাপতি, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার সম্পাদক এবিএম নিজাম উদ্দিনকে সহ সভাপতি, রাঙ্গামাটি জেলার দৈনিক আজাদী ও দেশ টিভি প্রতিনিধি বিজয় ধরকে সাধারন সম্পাদক, পটিয়া উপজেলার দৈনিক আজাদী প্রতিনিধি শফিউল আজম এবং চাঁদপুর জেলার সকালের খবর ও চাঁদপুর কন্ঠ পত্রিকার হাজিগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান পাপ্পু কে যুগ্ম সম্পাদক, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দৈনিক আজাদী ও কালেরকন্ঠ প্রতিনিধি ছোটন কান্তি নাথকে অর্থ সম্পাদক, নোয়াখালি জেলার দেশ টিভি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এইচ এম মান্নান মুন্নাকে সাংগঠনিক সম্পাদক , খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার কালের কন্ঠ প্রতিনিধি সাগর চক্রবর্তি কমলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইনফো বাংলার সহ সম্পাদক নির্দেশ বড়–য়াকে দপ্তর সম্পাদক, সাপ্তাহিক একতার নোয়াখালী জেলা প্রতিনিধি অজয় কুমার আচার্য্য ও দি বাংলাদেশ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কেন্ত্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। উক্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক নবীন প্রবীণ মফস্বল সাংবাদিকগন ও উপস্থিত ছিলেন। এছাড়া এ এইচ এম মান্নান মুন্নাকে আহ্বায়ক করে বাসাপ এর নোয়াখালী জেলার একটি আহ্বায়ক কমিটি ও গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।