Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:২৩ পিএম

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানি (৭৬) স্থানীয় সময় শনিবার ওয়শিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। টুইটারে সুস্থতা কামনাকারীদের ধন্যবাদ জানিয়ে গিলানি বলেন, ‘আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে যাবো।’ টুইটারে ট্রাম্প বলেন, নিউইয়র্র্কের সাবেক মেয়র রুডি গিলানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের বিরুদ্ধে লড়তে নিরলসভাবে কাজ করছেন। –বিবিসি, ডেইলি মেইল

ট্রাম্প আরও বলেন, তিনি চীনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্রুত সুস্থ হয়ে যাও, রুডি। এর আগে অক্টোবরে করোনা শনাক্ত হন ট্রাম্প। ট্রাম্প ও তার শিবির দীর্ঘদিন ধরেই করোনা ভাইরাস জনিত বিধি-নিষেধ অমান্য করে আসছে। গিলানি মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণা শিবিরের হয়ে মামলা লড়ছিলেন। গত সাতদিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে ছুটে গিয়েছেন আরিজোনা, মিশিগান, জর্জিয়া ও ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৪৬ লাখ করোনা শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮১ হাজার ২৩৪জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ