নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
১১৫ জন স্কোয়াশ খেলোয়াড়ের অংশগ্রহনে আগামীকাল বিএএফ শাহীন কলেজের কোর্টে শুরু হচ্ছে মুজিববর্ষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস টুর্নামেন্টের খেলা। খেলা হবে ৯টি গ্রæপে। গ্রæপগুলো হলো- উন্মুক্ত পুরুষ ও নারী, অনূর্ধ্ব-১৩ ছেলে ও মেয়ে, উর্ধ্ব-১৩ ও ১৬ ছেলে ও মেয়ে, উর্ধ্ব- ১৬ থেকে ১৯ বছরের ছেলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং মার্কারদের বিভাগ। স্কোয়াশে এই প্রথম নারীরা অংশ নিচ্ছেন বলে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। তিনি,‘একটি টুর্নামেন্টে এতবেশী প্রতিযোগীর অংশ নেয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও দেশের স্কোয়াশ খেলার সম্ভাবনার ইঙ্গিত বহন করে যা আমাদেকে উৎসাহিত করছে। এবারই প্রথমবারের মত জাতীয় নারী দল কোন প্রতিযোগীতায় অংশ নিচ্ছে।’
কাল আট দিন ব্যাপী প্রতিযোগিতার ট্রফি উম্মোচন করেন প্রধান অতিথি ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজার কমিউনিকেশন শামিমা চৌধুরী ও প্রথম জাতীয় চ্যাম্পিয়ান হাজী মো. শাহাজাহান সিকদার উপস্থিত ছিলেন। সরকারেরস্বাস্থ্যবিধি মেনেই টুর্নামেন্টের খেলা উত্তরা ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স এবং শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। এছাড়া বনানীতে নিজস্ব কমপ্লেক্সের কাজ দ্রæত শুরুর ব্যাপারে ইঙ্গিত দেন সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।