Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় শহীদ আসাদের বড় ভাইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৯:১৯ পিএম

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদুজ্জামান আসাদের বড় ভাই মহান জাতীয় সংসদ বাস্তবায়ন কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার রশীদুজ্জামান সকলের প্রিয় রশিদ ভাই ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। তিনি করুনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র ও দুই কন্যাসহ বহুসংখ্যক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১৫ নভেম্বর তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসারত থাকা অবস্থায় গত শনিবার ইন্তেকাল করেন। গতকাল রোববার বাদ জোহর শহীদ আসাদ কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ইঞ্জিনিয়ার রশিদুজ্জামান কৃষক শ্রমিকের মুক্তির লক্ষ্যে শহীদ আসাদ যে গণজাগরণ সৃষ্টি করেছিলেন তা স্বাস্তবায়নে তিনি সদা সচেষ্ট ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ-আসাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ