Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

হঠাৎ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৮টা হতে ৯টা পর্যন্ত টানা এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। জানা যায়, হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চারদিকে অন্ধকার হয়ে যায়। যার কারণে চোখে কিছুই দেখা যায় না। তাই দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানবাহনের জট। পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে চালক ও যাত্রীরা।

শাপলা শালুক ফেরীর হুইপ সুকানী মো. সবুজ সরদার বলেন, হঠাৎ করে সকাল ৭টা ৩০মিনিটে দিকে কুয়াশায় চার দিকে অন্ধকার হয়ে পরে। যার কারণে চোখে দৃশ্যমান কিছুই দেখা যায় না। সকাল ৯টা দিকে কুয়াশা কিছুটা হালকা হয়ে গেলে ফেরী চলাচল স্বাভাবিক হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরীর মাস্টার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চোখে কিছুই দেখা যায় না। কুয়াশার মধ্যে কোনো নৌযান চলাচলের কোনো সিস্টেম নেই তাই কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয়। ৭টা ৩০ মিনিট হতে ৯টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে গেলে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ৯টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে মোট ছোট বড় ১৫টি ফেরী চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি-চলাচল-ব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ