রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বামনা উপজেলার ঢুষখালী গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেন তারা। পরে বামনা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করে পুলিশ। জানা যায়, ডাকাতরা গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ঢুষখালী গ্রামের এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধরে ফেলে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন-ঢুষখালী গ্রামের লালু ওরফে নাদের মোল্লার ছেলে সগির মোল্লা (৪৫), একই গ্রামের সাহেব আলীর ছেলে রুমান (২২), ল²ীপুর জেলার রায়পুর গ্রামের মো. মুনসুরের ছেলে মো. মনির (২৮) ও পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মো. মানিকের ছেলে আল-আমীন (২৪)। বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ও জনতা মিলে ওই আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা নিয়ে বরগুনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।