Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুক্তিপত্র জালিয়াতিতে আদালতে মামলা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

পটিয়ায় অভিনব কায়দায় ভাড়াটিয়া কর্তৃক চুক্তিপত্রের স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভাড়ানামা চুক্তিপত্রের ৩শ’ টাকা মূল্যের স্ট্যাম্পের এক পাতা থেকে ব্লেড দিয়ে দোকান মালিকের স্বাক্ষর কেটে আরেকটি নতুন পাতায় গাম দিয়ে লাগিয়ে দেয় এবং উক্ত পাতায় ভাড়াটিয়ার সুবিধা মত শর্ত লিখে জালিয়াত করে। 

এ ব্যাপারে দোকান মালিক মকছুদুল হক বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভাড়াটিয়া দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি পটিয়ার থানা পুলিশ তদন্ত করছে। অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া আল জামেয়া মাদরাসার পৃষ্ঠপোষক পরিবারের সদস্য মকছুদুল হক থেকে সাতকানিয়া উপজেলার নলুয়া গ্রামের দেলোয়ার হোসেন ২০১৮ সালে মাদরাসা রোডে একটি দোকান ভাড়া নেই। ভাড়ার চুক্তিতে এক বছরের মেয়াদ থাকলেও তিন বছর অতিবাহিত হওয়ায় চুক্তিপত্র নবায়ন করার সিদ্ধান্ত হয়। নতুন চুক্তিপত্র সম্পাদনের পর তা ফটোকপি করতে গিয়ে দেলোয়ার মূলকপিটি হারিয়ে যাওয়ার অজুহাত এনে গায়েব করে ফেলে এবং জালিয়াতির আশ্রয় নেয়। এ বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতিতে সালিশ হয়। সালিশে কৌশলে জালিয়াত করা স্ট্যাম্প উদ্ধার করা হয়। সালিশে দেলোয়ার প্রতারণা ও জালিয়াতির বিষয়টি স্বীকার করে। এদিকে দোকান মালিকের মামলা থেকে রক্ষা পেতে দেলোয়ার পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পিবিআই এর এসআই কামাল আব্বাস থেকে জানতে চাইলে তিনি মকছুদুল হকের অভিযোগ সত্য নয় বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তিপত্র-জালিয়াতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ