Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে মসজিদে অনুদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে দুটি মসজিদের উন্নতিকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে কলাবাড়ি জামে মসজিদ ও ঘোনটোলা ওয়াক্তিয়া মসজিদের কমিটির সভাপতির হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন মোবারকপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ধর্মের সঠিক শিক্ষা শিক্ষার্থীদের দিবেন যাতে তারা পথভ্রষ্ট না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে অগ্রাধিকার ভিত্তিতে ৫শ’ মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো নির্মিত হলে ধর্মপ্রাণ মুসল্লিদের আরো সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। এ মসজিদে মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদে-অনুদান

৭ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ