যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরেক বাংলাদেশীর মৃত্যু হলো। এবার মারা গিয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬)। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা গোলাম মেহরাজের ছোটভাই।
জানা গেছে, গত ১৩ নভেম্বর করোনায় আক্রান্ত সেলিমকে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। ২ ডিসেম্বর সকালে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ভাই গোলাম মেহরাজ জানিয়েছেন। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তারা ঢাকায় বাস করেন। সেলিমের নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন গোলাম মেহরাজ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।