Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি সিরিজ কুরুলুস ওসমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বিশ্বের বিভিন্ন প্রান্তে তুমুল দর্শক জনপ্রিয়তার ধারাবাহিকতায় বাংলাদেশের বিনোদন মাধ্যমগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে তুর্কি সিরিজগুলো। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সর্বপ্রথম সুলতান সুলেমান-এর স¤প্রচার শুরুর মাধ্যমে তুর্কি সিরিজ যাত্রা শুরু হয়। স¤প্রচার চলাকালীন সময়ে দেশের দর্শক জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রেখেছিল তুর্কি এই সিরিজটি। মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় ভাবধারার গল্প হওয়ার পাশাপাশি গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতা দূর হওয়ায় জনপ্রিয়তার শীর্ষে ছিল বলে মনে করা হয়। এ ধারাবাহিকতায় বেশকিছু বেসরকারি টেলিভিশন চ্যানেলও তুর্কি সিরিজ স¤প্রচার শুরু করে এবং বেশ জনপ্রিয়তা পায়। প্রচলিত বিনোদন মাধ্যমের গন্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও পরবর্তিতে তুর্কি সিরিজ মুক্তি পায় এবং সেখানেও দর্শকপ্রিয়তা পায় সিরিজগুলো। এই ধারাবাহিকতায় এবারে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি-তে এক্সক্লুসিভলি প্রথমবারের মত স¤পূর্ণ বাংলায় মুক্তি পেয়েছে মুসলিম বিশ্বের গেম অব থ্রোনস খ্যাত তুর্কি সিরিজ কুরুলুস উসমান। ইতিহাসে বৃহৎ যে কয়টি সাম্রাজ্যের উল্লেখ আছে, তার অন্যতম অটোমান সাম্রাজ্য অর্থাৎ ওসমানী সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে তের শতকের শেষ ভাগে ওসমান গাজীর হাত ধরে যা টিকে ছিল ছয়শত বছরের কিছু বেশি সময়। অটোমান বা ওসমানী সাম্রাজ্যের প্রথম শাসক ওসমান গাজী এবং তার নামানুসারেই এই সাম্রাজ্যের নামকরণ করা হয়। ওসমান গাজীর জীবনকে কেন্দ্র করেই সিরিজের গল্প আবর্তিত হয়েছে। সিরিজটি রচনা ও প্রযোজনা করেছেন মেহমেত রোজদাগ। পরিচালনা করেছেন মেতিন গনয়। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বুরাক ওজিভিট (ওসমান)। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে তামের ইয়েগেত (এরতুগ্রæল গাজি), রাগাপ সাভা (দুন্দার বে), ও এমরে বাসালাক (গুন্দুজ বে)। বাংলালিংক-এর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি অ্যাপে সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে। স্মার্টফোন ব্যবহারকারী বাংলায় ডাবকৃত ধারাবাহিকটি টফি অ্যাপ-এ বিনামূল্যে উপভোগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরুলুস ওসমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ