Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে ১৯ শতকের ঐতিহাসিক গির্জা পুড়ে ছাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৭:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক একটি গির্জা অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত ১৯ শতকে নির্মিত কলিজিয়েট গির্জাটিতে গতকাল শনিবার খুব ভোরে আগুন লাগে।
আগুনের সূত্রপাত হয় গির্জার পাশের একটি পাঁচতলা খালি ভবন থেকে এবং তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারি প্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গতকালের এ অগ্নিকাণ্ডে চারজন সামান্য আহত হয়েছে। তবে কারও মৃত্যু হয়নি বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
১৮৯২ সালে গির্জাটি নির্মিত হয়। ১৬২০ সালের দিকে ডাচ উপনিবেশ স্থাপনের পর তাদের হাত ধরেই এ গির্জাটি নির্মিত হয়েছিল।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, “গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করবো।” সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ