Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের জয়ের রাতে বার্সাকে কাঁদাল কাদিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১০:০০ এএম

লা লিগায় গতরাতে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে সেভিয়ার মাঠ থেকে ১-০ গোলের জয় পেয়ে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছিল জিদানের দল।

তবে রিয়াল মাদ্রিদের মত ভাগ্য ভালো ছিল না বার্সালোনার। কাদিজের মাঠ থেকে তারা জিতে ফিরতে পারেনি। কোন পয়েন্টও নিতে পারেনি। হেরেছে ২-১ গোলে।

মাঠে নামার আগে কাদিজ কোচ বলেছিলেন যে, আমরা বার্সাকে পজিশন দিয়ে হারাতে পারব না। তবে আমরা তাদের গতি দিয়ে হারানোর চেষ্টা করব। ম্যাচে তারই প্রতিফলন দেখা গেল।

৮৩ শতাংশ বল পজিশন ছিল বার্সার। মাত্র ১৭ শতাংশ বল পজিশন ছিল কাদিজের। বার্সার ২১ শটের বিপরীতে কাদিজের সুযোগ ছিল মাত্র ৩টি। বার্সার অন টার্গেটে ৮শটের বিপরীতের কাদিজের মাত্র ৩টি। কিন্তু কাদিজ ৩ শটের দুটিই গোলে পরিণত করেছে যেখানে বার্সার গোলটি আত্মঘাতী।

ম্যাচের ৮ম মিনিটেই আলভারো জিমিনেজের গোলে এগিয়ে যায় কাদিজ। এই লিড রেখেই তারা বিরতিতে যায়। তবে বিরতি থেকে ফিরে কাদিজের পেড্রো আলকালা আত্মঘাতী গোল করে বার্সাকে সমতায় ফেরান।

যদিও এই আনন্দ বার্সার বেশিক্ষন স্থায়ী হয়নি। ৬ মিনিট পরই নেগ্রেদো গোল করে কাদিজকে এগিয়ে দেন এবং শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ