Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিডসকে হারিয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ এএম

প্রিমিয়ার লিগে গতরাতে জয় পেয়েছে জায়ান্ট চেলসি। স্টামফোর্ড ব্রীজে অনুষ্ঠিত ম্যাচে লিডসকে ৩-১ গোলে হারিয়েছে ব্লুজরা। এই জয়ে সাময়ীক ভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে দলটি।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে লিডসের বিপক্ষে আক্রমনের বন্যা বইয়ে দেয় চেলসির আক্রমন ভাগের তারকারা। কিন্তু প্রথম গোলটি করে লিডসই। কোন কিছু বুঝে উঠার আগেই ম্যাচের ৪র্থ মিনিটে গোল হজম করে স্বাগতিক চেলসি।

এরপরই আক্রমনের বন্যা বইয়ে দিয়ে ২৭ মিনিটে জিরদের গোলে সমতায় ফেরে ব্লজরা। বিরতি পর্যন্ত ম্যাচে ১-১ গোলের সমতা ছিল।

বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে জুমা এবং ৯৩ মিনিটে পিউলিসিক গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল চেলসি। এক ম্যাচ কম খেলা টটেনহাম ও লিভারপুলের সংগ্রহ ২১ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ