প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডেস্ক : শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘আমি শিশু হয়ে থাকবো’ গানের ভিডিওতে মডেল হলেন অভিনেত্রী বাঁধন। এই ভিডিওটির মাধ্যমে প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে বাঁধনকে দেখা যাবে। আর বাঁধনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী মম নিজেই। মনিরুজ্জামান মনিরের কথায় ‘আমি শিশু হয়ে থাকবো’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। থ্রী-ডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মো. আতিকুর রহমান। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল ও চিত্রগ্রহণ করেছেন আনোয়ারুল ইসলাম। আতিকা রহমান মম বলেন, ‘গত বাবা দিবসে আমি বাবাকে নিয়ে গান করেছি। আর এবার সেই ধারাবাহিকতায় মাকে নিয়ে গান করলাম। বাবা ও মাকে নিয়ে গান গেয়ে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরো গভীর হয়েছে।’ বাঁধন বলেন, ‘একজন মা তার মেয়ের জন্য যেরূপ মমতা অনুভব করেন, তেমনি একটি মেয়ের মধ্যেও তার মায়ের জন্য অনুরূপ ভালোবাসা জন্মায়। এই গানটির ভিডিওতে মা-মেয়ের মধ্যেকার মধুর সম্পর্ককে নির্মাতা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি, ভিডিওটি সবার কাছে ভালো লাগবে।’ গীতিকার মনিরুজ্জামান মনির বলেন, ‘একটি মেয়ের তার মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশটাই মূলত এই গানটিতে বোঝানো হয়েছে। মেয়ে বড় হয়ে বিয়ে করে মাকে ছেড়ে চলে যাবার যে কষ্ট সেটি শ্রোতারা গানটিতে অনুভব করতে পারবেন।’ সংগীত পরিচালক আলাউদ্দিন আলী বলেন, ‘মম খুবই সম্ভাবনাময়ী একটি শিশুশিল্পী। তার গায়কী ভালো। গানের প্রতি তার আন্তরিকতা রয়েছে। যথাযথ পরিচর্চা করলে আগামী দিনে সে বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বলে আমার বিশ্বাস।' মিউজিক ভিডিওটির নির্মাতা মো. আতিকুর রহমান বলেন, ‘বাবাকে নিয়ে মম’র গাওয়া গানটির ভিডিওটিও আমি নির্মাণ করেছিলাম। সেই মিউজিক ভিডিওতে চিত্রনায়ক ওমর সানি মম’র বাবার ভূমিকায় ছিলেন। আর এবার মম’র মায়ের ভূমিকায় আছেন অভিনেত্রী বাঁধন। আগের ভিডিওটির মতোই এই মিউজিক ভিডিওটিও সকলের মধ্যে সাড়া ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেয়া হবে এবং একই সাথে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য, সংগীত ছাড়াও মম নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছে। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও তার সরব উপস্থিতি রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।