প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময় রেসলার জন সেনার সঙ্গিনী ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রেম বিয়েতে গড়ায়নি। পরে শে শেরিয়াটজেনের সঙ্গে জন সম্পর্ক গড়ে তোলেন ২০১৯-এ আর শেষ পর্যন্ত ১২ অক্টোবর তাদের বিয়ে হয়েছে। অভিনেত্রী এবং প্রাক্তন রেসলার নিকি বেলা প্রাক্তন প্রেমিকের এই বিয়েকে স্বাভাবিকভাবে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন, একটু দেরিতে হলেও। ‘অল থিংস ভ্যান্ডারপাম্প’ পডকাস্টে বেলা বলেছেন : “আমি তাকে অভিনন্দন জানাইনি--- হ্যা, জানাইনি। এ নিয়ে কি কোনও আইন আছে? আমার কাজটি করা উচিত? আমাকে কি ফুল পাঠাতে হবে?” নিকির যমজ বোন ব্রি জানিয়েছেন, নিকি তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যাপারে যোগাযোগ না করারই সিদ্ধান্ত নিয়েছিল; ব্রি নিজেও ২০১৪তে রেসলার ড্যানিয়েল ব্রায়েনকে বিয়ে করেন। “আমার সঙ্গেও তার আর সম্পর্ক নেই, আমিও তো তাকে শুভেচ্ছা জানাইনি, কারণ সেও আমাকে শুভেচ্ছা জানায়নি,” ব্রি বলেন। পডকাস্টের উপস্থাপক লিসা ভ্যান্ডারপাম্প নিকিকে পরামর্শ দেন তিনি যেন ‘আভিজাত্য বজায় রেখে’ সেনাকে শুভেচ্ছা জানান। এরপর নিকাই বলেন : “বিয়েতে তোমাকে শুভেচ্ছা। আমি তোমার জন্য খুশি।” নিকি আর জনের প্রেম ২০১২ থেকে, ২০১৭তে তাদের বাগদান হয় আর পরের বছর তাদের ছাড়াছাড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।