প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মাইম আর্ট সম্মাননা-২০১৬ পেলেন সাংবাদিক দুলাল খান, কামরুল হাসান দর্পণ ও অনুরূপ আইচ। গত ১৮ আগস্ট সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে মাইম আর্ট সম্মাননা-২০১৬ প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে মূকাভিনয় শিল্পের প্রচার-প্রসারে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখার জন্য প্রতি বছর তিনজন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করে মাইম আর্ট থিয়েটার। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের মধ্যে দুলাল খান ও কামরুল হাসান দর্পণ উপস্থিত থাকলেও অনুরূপ আইচ দেশের বাইরে থাকায় আসতে পারেননি। সম্মাননা অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’ এর মঞ্চায়ন হয়। মাইম আর্ট এর প্রযোজনায় ‘লাইফ ইজ বিউটিফুল’ নিথর মাহবুব এর রচনা, নির্দেশনা ও একক অভিনয়ে সোয়া এক ঘণ্টার জীবনমুখী একটি মূকনাট্য। এছাড়া ১৮ আগস্ট ছিল মাইম আর্ট এর প্রধান এবং প্রতিষ্ঠাতা মাইম শিল্পী নিথর মাহবুব এর জন্মদিন। তাই ‘লাইফ ইজ বিউটিফুল’ এর প্রদর্শনী শেষে মাইম আর্টের সদস্যরা কেক কেটে আনন্দময় পরিবেশে জন্মদিনটি উদযাপন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।