Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরায় নকল সোনার মূর্তিসহ জ্বিনের বাদশা গ্রেফতার

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : পিতলের মূর্তিকে সোনার লক্ষ্মী মূর্তি বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মাগুরা ডিবি পুলিশ শনিবার দুপুরে এক প্রতারককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জ্বিনের বাদশা পরিচয় দিয়ে দীর্ঘদিন এ প্রতারকচক্র মাগুরা জেলাসহ বিভিন্ন স্থানের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। শনিবার সকালে চক্রের অন্যতম হোতা আব্দুর রহিম মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের গৃহবধূ আখিরন নেছার কাছ থেকে একটি সোনার মূর্তি দেবার কথা বলে পিতলের মূর্তি নিয়ে মাগুরায় আসে। গোপনে খরব পেয়ে মাগুরা ডিবি পুলিশের একটি টিম কৌশলে শহরের পার্শ্ববর্তী পারনান্দুয়ালী এলাকা থেকে নকল পুতুলসহ তাকে গ্রেফতার করে। ইতোপূর্বে ওই গৃহবধূর কাছ থেকে এ প্রতারকচক্র বিকাশের মাধ্যমে ১ লাখ টাকার উপরে প্রতারণা করে হাতিয়ে নেয় বলে জানা গেছে। পুলিশ জানায়, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত উক্ত প্রতারক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর সিংহডাঙ্গা কানিপুর গ্রামের মকবুল মিস্ত্রির ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় নকল সোনার মূর্তিসহ জ্বিনের বাদশা গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ