Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের তরুণীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ২টার দিকে সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের শিয়ালকাঠি ফেরী ঘাট এলাকায় ওই তরুণীর লাশ ভাসতে থাকে। এ সময় স্থানীয়রা লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানার ওসি(তদন্ত) ইকবাল হোসেন জানান ২৫-৩০ বছরের ওই তরুনীর কমপক্ষে এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। ওই তরুণীর গলায় দাগ, হাতে সিটি গোল্ডের চুরি, ছোট কানের দুল, পড়নে কালো পাজামা ও লাল-নীল সহ বিভিন্ন রংয়ের প্রিন্টের কামিজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের তরুণীর লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ