Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি পরিচয়ে অর্থ লুট গ্রেফতার ১০

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ডিবি পরিচয়ে মামলার ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়া চক্রের প্রধানসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির সহকারী কমিশনার (এসি) ফজলুর রহমান জানান, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কখনও রিকশাচালক কখনও ফেরিওয়ালা সেজে এ চক্রের সহযোগিরা টার্গেট নির্ধারণ করেন। কথার ছলে সেই টার্গেট লোকজনদের বলেন তারা রাস্তায় বিদেশি রিয়েল পেয়েছেন। তিনি অশিক্ষিত মানুষ, কীভাবে এটা ভাঙাতে হয় জানেন না। রিয়েল ভাঙিয়ে দিলে বিনিময়ে কিছু টাকা দেবেন বলে প্রস্তাব দেন। রিয়েল ভাঙিয়ে দিলে চক্রের সদস্যরা ওই লোকটির ফোন নম্বর নেন। পরবর্তীতে যোগাযোগ করে তাদের কাছে আরও রিয়েল আছে এবং সেগুলো অর্ধেক দামে বিক্রি করবেন বলে জানান। এমন প্রলোভনে লোকটি রাজি হলে টাকা নিয়ে তাদের পছন্দমতো জায়গায় আসতে বলা হয়।

তিনি আরো বলেন, এদিকে চক্রের অপর একটি দল ভুয়া ডিবি পুলিশ সেজে নির্ধারিত স্থানে অপেক্ষা করতে থাকে। কথিত রিয়েলের মালিক রিকশাচালক বা ফেরিওয়ালা টাকার বিনিময়ে কাপড়ে মোড়ানো কাগজের বান্ডেল ধরিয়ে দিয়ে বলেন, পুলিশ আসছে তাড়াতাড়ি চলে যান। এ কথা বলে রিয়েল বিক্রেতা টাকা নিয়ে সটকে পড়েন। কিন্তু ক্রেতা সামনে এগুতেই ওৎ পেতে থাকা ভুয়া ডিবি দলের সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে নেন। এরপর তার কাছে অবৈধ রিয়েল আছে, তার বিরুদ্ধে মামলা/মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন বা অন্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেন। রিয়েল ক্রেতার কাছে এটিএম কার্ড থাকলে বুথ থেকে টাকা তুলে নেন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করে নেন। এরপর ভিকটিমকে সুবিধাজনক স্থানে নামিয়ে দিয়ে ভুয়া ডিবির দলটি চলে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- মহসিন শেখ (৩০), আনিছুর রহমান (৫০), সেন্টু মুন্সি (৪০), জুয়েল মিয়া (৩০), শাহিন শেখ (২৫), মহব্বত শেখ (৩২), আবুল কালাম (৫০), সুলতান মোল্লা (৩৪), হেমায়েত শেখ (৫৫) ও কাইয়ুম শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ডিবির জ্যাকেট, ওয়ারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ ও পুলিশ লেখা স্টিকার উদ্ধার করা হয়।
ডিবির একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অনেকগুলো চক্র রয়েছে। পলাতক ও অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবি

২০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ