বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈরে চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরী কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টা দিকে কারখানায় অগ্নিকা-ের তৃতীয় তলায় সুতার গোডাউন থেকে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকা-ের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
কারখানা, ফায়ারসার্ভিস ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার ৫তলা ভবনের ৩য় তলার সুতার গোডাউন থেকে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। পরে আগুন মুহূর্তের মধ্যে গোডাউনে থাকা সুতার মধ্যে ধরে যায়। বিষয়টি টের পেয়ে কারখানার শ্রমিকরা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্ত আগুনের তীব্রতা আরও বারতে থাকলে জয়দেবপুর, টঙ্গী, মির্জাপুর এবং সাভার, ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কি থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
কারখানার এইচ আর এডমিন সাইফুল ইসলাম রিপন বলেন, রাত সাড়ে ১২টার দিকে কারখানার ২য় তলার সুতার গোডাউন থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। পরে কারখানার শ্রমিক ফায়র সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের ঘটনায় কারখানার সুতা ফ্রেব্রিক্স, তৈরী পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপুর্ব বল বলেন, খবর পেয়ে কালিয়াকৈর, মির্জাপুর, টঙ্গী, সাভার ইপিজেডসহ আশপাশের ১৩টি ইউনিট শনিবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।