Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হলুদ কার্ড প্রদর্শন করায় রেফারি ও প্রতিপক্ষের খেলোয়াড়কে পিটিয়ে জখম

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শন করায় ফুটবল খেলার বিচারক (রেফারি) ও প্রতিপক্ষের খেলোয়াড়কে পিটিয়ে জখম করেছে কাশিপুর ইউনিয়নের উচ্ছৃঙ্খল যুবকেরা। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মোল্যারমাঠ স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল খেলায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা শুরু হয়। খেলার শেষ মুহূর্তে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষ নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসানকে ফাউল করে। এ সময় রেফারি মাহাবুব উর রহমান কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে মাঠের বাইরে থাকা কাশিপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও ধোপাদহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহিদুল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জন উচ্ছৃঙ্খল যুবক মাঠের মধ্যে প্রবেশ করে রেফারি মাহাবুব উর রহমান (৪১) ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসানকে (১৬) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলুদ কার্ড প্রদর্শন করায় রেফারি ও প্রতিপক্ষের খেলোয়াড়কে পিটিয়ে জখম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ