নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টানা ১২ বছর দায়িত্ব পালন করে এবার চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। টানা তিনবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সংগঠক হিসেবে হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে বীরদর্পে এগিয়ে যাচ্ছেন সালাউদ্দিন। এবার জীবনযুদ্ধেও জয়ী হলেন বাংলাদেশ ফুটবলের প্রথম মেগাস্টার। প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) হার মানলো কাজী সালাউদ্দিনের কাছে। এক সপ্তাহের মধ্যেই করোনামুক্ত হলেন দেশের ফুটবলের জীবন্ত এই কিংবদন্তী। গত সপ্তাহে সভাপতি কাজী সালাউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন- এমন খবর জানিয়েছিল বাফুফে। বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, কাজী সালাউদ্দিনের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত হলেও বাফুফে সভাপতির অবশ্য তেমন বড় ধরণের কোনো উপসর্গ ছিল না। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন প্রায় সাত দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।