Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ার মেয়র প্রার্থীদের নাম যাবে ঢাকায়

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ৫:৩৪ পিএম

নাটোরের সিংড়ায় আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মনোনীত করতে ৩ডিসেম্বর দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করে উপজেলা আ’লীগ। ৪ডিসেম্বর ২টার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম পুরুন করে জমা নেন। একই দিনে তিনটার দিকে বিশেষ বর্ধিত সভায় উপজেলা ও পৌর আ'লীগের ১৩৭সদস্যর পরামর্শ মেয়র প্রার্থীদের মতামতের ভিক্তিতে তাদের নাম ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহীত হয়। এসময় আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাধারণ জান্নাতুল ফেরদৌস, সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মেয়র প্রার্থী চলনবিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন, টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কামরুল হাসান কামরান, টিবিএম কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, আদনান মাহমুদ. রনজু আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ দুদু ও এড. গোলাম কবির সহ উপজেলা আ’লীগের ৭১ সদস্য ও পৌর আ’লীগের ৬৭জন সদস্য এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আ’লীগের অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে নাটোরের সিংডায় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের তফসিল এখনও ঘোষনা করা হয়নি। তার আগেই আওয়ামীলীগের ৮মেযর প্রার্থী দলীয মনোনযন পেতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা করছেন। সিংড়া পৌরসভার মোট ভোটার প্রায় ৩৭হাজার। স্থানীয় রাজনীতিবিদদের ধারণা তৃতীয় পর্বে সিংড়া পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড.ওহিদুর রহমান শেখ বলেন,কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মেয়র প্রার্থীদের নাম পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ