Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় কারেন্ট জাল বিক্রি দায়ে ২ ব্যক্তিকে ১ বছরের জেল

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় গতকাল শনিবার বিকেলে বোদা-মাড়েয়া মহাসড়কে নয়াদিঘী নামক স্থানে অবৈধ ভাবে ৩১ পিচ নতুন কারেন্ট জাল বিক্রি করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আউয়াল ২ জন ব্যক্তিকে হাতেনাতে আটক অনাদায়ে মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ‘ক’ ধারায় ১ বছরের জেল প্রদান করেন। এরা হলেন- উপজেলার মাড়েয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তৈয়ব আলী (৪০), আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসর গ্রামের শাহ আলম (৮২)।
মাগুরায় ৫ লাখ টাকার মালামাল লুট
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরধা সদর উপজেলার বেরইল গ্রামের বদিয়ার রহমান নামে এক ব্যক্তির পরিবারের সবাইকে অজ্ঞান করে প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের যে কোনো সময়ে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করে এ ঘটনা ঘটায়। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। ভুক্তভোগীর আত্মীয়রা জানান, ঘুমানোর আগে যে কোনোভাবে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয় দুর্বৃত্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোদায় কারেন্ট জাল বিক্রি দায়ে ২ ব্যক্তিকে ১ বছরের জেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ