Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় চিকন কাজী (রহ.) জামে মসজিদ উদ্বোধন

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় হযরত চিকন কাজী (রহঃ) জামে মসজিদের শুভ উদ্বোধন গতকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। উদ্বোধক ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার ফকিহ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ। মসজিদ কমিটির সভাপতি আলহাজ কাজী নাছির উদ্দিনের সভাপতিত্বে ও শাহজাদা এস এম কুতুব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহচাঁন্দ আউলিয়া জামে মসজিদ ও দরগাহ ওয়াকফ্ এস্টেট মতোয়াল্লী কমিটির সভাপতি নুরুল কবির আল কাদেরী, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, কাজী মোঃ হাসেম উদ্দিন, কাজী শাহদাত হোসেন দুলাল, হাফেজ এস এম বোরহান উদ্দিন, কাজী মোঃ আবু নোমান, জামে মসজিদের খতিব মওলানা মুহাম্মদ আবদুল মাবুদ আল কাদেরী প্রমুখ। কাজী নাছির উদ্দিনের প্রচেষ্টায় ও মহল্লাবাসীর অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এ দ্বিতলবিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়ায় চিকন কাজী (রহ.) জামে মসজিদ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ