মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শেষ পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আনুষ্ঠানিকভাবে সেদেশের বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতা জোয়ান গুয়াইদোকে সেদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেও তা নাকচ করে দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আনুষ্ঠানিক এমন স্বীকৃতি পাওয়া ট্রাম্পের আরেক পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা।-স্পুটনিক, আরটিএন
জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মুনকাদা এমন সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন । তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৫ সাল পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে স্বীকৃতি দিয়েছে। ভেনিজুয়েলায় ২০১৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। জাতিসংঘে ভেনিজুয়েলার প্রতিনিধি বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত ট্রাম্পের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদীদের জন্য একটি বড় পরাজয় এবং ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয়। ১৯৩ দেশের সংগঠন জাতিসংঘ ভেনিজুয়েলায় নির্বাচিত প্রেসিডেন্টের মোকাবেলায় অনির্বাচিত ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে ঘোষণার মার্কিন পদক্ষেপের বিরোধিতা করেছে।
ভেনিজুয়েলায় ২০১৮ সালের নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করে সেদেশের বিরোধী নেতা গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এরপর ওই বিরোধী নেতাকে দিয়ে দেশটিতে নানাভাবে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সর্বাত্মক চেষ্টা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কতৃক আরোপ করা হয় দেশটিতে কঠোর নিষেধাজ্ঞাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।