মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাতারে এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে বর্তমান সঙ্কট ‘২৪ ঘন্টার মধ্যে’ শেষ হতে পারে। মঙ্গলবার এই কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সউদী আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ বিন ইয়াহিয়া আল-মোয়ালিমি।
রাশিয়া টুডেকে (আরটি) দেয়া এক সাক্ষাতকারে মোয়ালিমি বলেন, ‘কাতার যদি পূর্বের অবস্থান থেকে সরে আসে, সন্ত্রাসীদের পক্ষে সমর্থন বন্ধ করে দেয়, চরমপন্থী মিডিয়াগুলোকে অনুদান বন্ধ করে, পাশাপাশি অন্যান্য আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে দেয়, তবে কাতার এবং উপসাগরীয় দেশগুলির মধ্যে সম্পর্ক কয়েক ঘণ্টার মধ্যেই উন্নতি হতে পারে।’
দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগ এনে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর ২০১৭ সালের জুন মাস থেকেই কাতারের সাথে কূটনৈতিক ও পরিবহন সংযোগ বিচ্ছিন্ন করেছে। যদিও কাতার বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।