Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওলামায়ে কেরামের পরামর্শ হবে দায়িত্ব পালনে সহায়ক

সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, সকল মত ও পথের ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখেই আমি আমার দায়িত্ব পালন করতে চাই। ওলামায়ে কেরামের যে কোন ধরনের গঠনমূলক পরামর্শ আমার দায়িত্ব পালনে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষ ধর্মপ্রাণ। সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের সমাজের ঐতিহ্য। সকলকে নিয়ে ভাল থাকার মধ্যে দেশ ও সমাজের কল্যাণ রয়েছে। তাই সকল ভাল কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আহলে সুন্নাত ওয়াল জামা’আলত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামা’আলত বাংলাদেশ-এর ষ্ট্যান্ডিং কমিটির সদস্য স. উ. ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, মাওলানা আবু সুফিয়ান খান আবেদি, আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী, ি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, মুফতি মাহমুদুল হাসান, ড. হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, আল আমিন ও মাওলানা মুহাম্মদ ঈসমাইল নোমানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ