Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ হাজারে প্রথম তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা, নাসুম আহমেদের বলে ওই শটেই মিলল নতুন ঠিকানা। ৬ হাজার টি-টোয়েন্টি রান প‚রণ করলেন তামিম ইকবাল। এই মাইলফলকে পা রাখা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনিই। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে এই অর্জন ধরা দেয় ফরচুন বরিশাল অধিনায়কের। উপলক্ষ্যটি অবশ্য বড় কিছু করে রাঙাতে পারেননি তামিম। আউট হয়েছেন ৩১ বলে ৩১ রান করে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ম্যাচ দিয়েই গত শনিবার সাকিব প‚রণ করেছেন ৫ হাজার রান।
তামিমের ৬ হাজার এসেছে ২১২ ইনিংসে, সাকিবের এখন ৫ হাজার ১১ রান ২৮৫ ইনিংসে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় অবশ্য মিডল অর্ডারে ব্যাট করেছেন সাকিব।
বাংলাদেশের হয়ে তামিম ও সাকিবের পর রানের তালিকায় আছেন মুশফিকুর রহিম। তামিমের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি মুশফিক শুরু করেছেন ৪ হাজার ৭৯ রান নিয়ে। খেলেছেন ১৮০ ইনিংস। ১৯৮ ইনিংসে ৩ হাজার ৯৪৩ রান করে পাঁচে মাহমুদউল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ