Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ফেনসিডিল ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৩

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকাসহ তিনজনকে আটক করতে সমর্থ হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাজাপুর ইউনিয়নের শংকুচাইল সুলতান এমপির বাড়িসংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (নং-ঢাকা মেট্রো গ-১২-৫৭২০) তল্লাশি চালিয়ে প্রাইভেটকারে থাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫০০ বোতল ফিনসিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকার ও চালকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলোÑ বরিশাল জেলার হিজলা থানার চরখিল্লা গ্রামের আ: রব সর্দারের ছেলে মো: রুবেল সর্দার (২৭), ফরিদপুর জেলার সদরপুর থানার হোসেনখার গ্রামের মৃত তোতা খানের ছেলে মিঠু খান (২৫) ও বুড়িচং উপজেলার মীরপুর গ্রামের মৃত কনু মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করাসহ আটককৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুড়িচংয়ে পুলিশের অভিযানে ফেনসিডিল ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ