Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৮:২৭ পিএম

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। সিনিয়র পুরুষ ও নারী একক, অনূর্ধ্ব-১২, ১৪, ১৬ ও ১৮ এই ছয়টি ইভেন্টে শতাধিক খেলোয়াড় খেলবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদিত এ প্রতিযোগিতায়। শুক্রবার রাজশাহীর অ্যাডভোকেট আবদুস সালাম টেনিস কমপ্লেক্সে বয়সভিত্তিক খেলাগুলোর উদ্বোধন করবেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ৮ ডিসেম্বর থেকে ঢাকা ক্লাবে শুরু হবে সিনিয়রদের খেলা। ১২ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বুধবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনএসসি সচিব ও টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলাম ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ